ধমণীর বিশুদ্ধ রক্ত দিয়ে
লিখে দিলাম তার নাম
আকাশের সুনীল দেওয়ালে
তবু সে আমার হোলো না