তুমি কি দোয়েল
তাহলে এসো
বিনম্র লাজুক পাখি
এ অঙ্গন শুধুই তোমার-
এখানে ঠাঁই নেই
কাক, কোকিল,চিল
টিয়ে,পিউ কাঁহা'র।
এখানে পাবে
ছোট্ট একটুকরো একান্ত আকাশ
বিশুদ্ধ বাতাস
এখানে পাবেনা, কারচুপী, কার্পণ্য
এ ভূবণ নিশ্চিন্ত, নিরাপদ
নেই কোনো অবৈধ অনুপ্রবেশ-
তুমি কি দোয়েল
তাহলে এসো
ভুলে যেওনা কিন্তু
শুধু সাথে করে এনো
একবুক বিশুদ্ধ বাতাস -
খুব বেশী চাওয়া নেই
এর থেকে বেশি কিছু চাইনা আমার।