এ প্রসঙ্গে কোনো কথা হবেনা
বলতে পারেন
এ ব্যাপারে আমি একজন শিশু
অন্যভাবে বললে নিরেট গাধা
যাঁরা কলমকে পুঁজি করে
বিনিদ্র রাত জেগে
বস্তাপচা মিথ্যে শিখিয়েছেন
সাধারণের আবেগ নিয়ে
ক্ষুধা আর খ্যাতির বাণিজ্য করেছেন
আমরা তাদেরকে ঘৃণা করি
দয়া করে এক মূহুর্ত থামুন
অনুগ্রহ করে ভণিতা ছেড়ে
নির্জলা সত্য কথাটি বলুন
আসুন প্রজন্মকে বাঁচাই
অসত্যের অশুভ চক্র থেকে