ইটের ভাঁজে ভাঁজে
ইতিহাস ঘাপটি মেরে আছে
আজকের নাগরিক জানো কি কিছু?
হত্যা-যুদ্ধ-লুন্ঠন- রাজ্যজয়-
পরাজয়-বন্দীত্ব- নিগ্রহ
ঘুঙুরের আওয়াজে মিশে থাকা
আর্তনাদ-অভিশাপ  
এইসব রঙিন গল্প-  
আজকের নাগরিক ভুলে গেছে
সেই জনপদ
প্রাসাদের শরীরে এখন
নিশ্চিন্তে রাজত্ব করে আগাছা
বাদুর চামচিকা, ধেড়ে ইঁদুর
বোটকা গন্ধ, মাকড়সার ঘনজাল-
সবচেয়ে নিদারুণ প্রতিশোধ
এক ঘিঞ্জি ঘনবসতির আড়ালে
শত জীর্ণ মূল ভবন
নিঃশেষিত দম্ভ      
সমাহিত রাজনীতি
বিলুপ্ত সহিংসতা ভোগবিলাস
অন্যায়ের পাহাড়-
দুখিত হোলেও সত্য
আজকের নাগরিকের জানা নেই
এসবের কিছুই -

--------------------
পুনশ্চঃ অন্য কোনো দেশ হলে নিদেনপক্ষে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেতো এই বিশেষ পুরাকীর্তি...