দুর্নিবার কথামালা দিয়ে
শুরু হয়েছিলো এই সহযাত্রা
তোমার সাথে আজকাল আর তেমন কোনো কথা হয়না
কতো কথা বলবো বলে
জমে থাকে তীব্র অপেক্ষায়
তোমার শোনার সময় হয়না
আর যেসব অসুন্দর কথার স্তুপ
কারো সাথে বলতে রুচিতে যায়না
সেসব কথায় তোমার অফুরন্ত আগ্রহ
আজ আর কোনো কথা বলার আকুতি নেই
সব কথারা আজ আত্মহত্যা করেছে
নিরন্তর বিতৃষ্ণায় অবহেলায় স্বেচ্ছায়
এখন কিছু শুনতে চাইলেও
তারা আর উঠবেনা জেগে
চিরঘুমের দেশ থেকে