এলোমেলো বাসনপত্র
এঁটোকাঁটার ছড়াছড়ি
কিচেনে সিংকে
জীবাণুদের বসতি
সে না এলে
ওদের পোয়াবারো
সে এসে করে তোলে
ঝকঝকে ছোট্ট রাজ্যটি
যদিও এ রাজ্যের মালিক সে না
তাকে ছাড়া চলে না এই ঘরকন্যা
গৃহিণী মুটিয়ে
অনভ্যাসে অচল
ঝালে অথবা অম্বলে
তাকে ছাড়া চলে না