সুপ্রিয়,জীবনের সংজ্ঞা জানো?
দুর্দিনের জন্যে আগাম প্রস্তুতি
স্বার্থ সিদ্ধির জন্যে অন্যকে না ঠকানো
নিজেকে ঠকতে না দেওয়া
সিদ্ধান্ত গ্রহনে নিরাবেগ অবস্থান
সময়ের কাছে অভিজ্ঞতার পাঠ
শ্রমের সাথে আজীবন মিত্রতা
নিজেকে ভালোবাসতে শিখে
অন্যকে ত্রাণ
ন্যায় যুদ্ধে শত্রুর বিরুদ্ধে
লড়াই করে বাঁচা
আমৃত্যু শান্তির জন্যে
আপোষহীন সংগ্রাম