অফিসে যাওয়ার তাড়া
কোথায় মুঠোফোন
মানিব্যাগ, জলখাবার-
"টাইম ইজ মানি
সুইটার দ্যান হানি"
বের হতে হবে এখনি
মিনিট কয়েক বাকী
প্রস্তুতি প্রায় শেষ
খচর-মচর শব্দ শোবার ঘরে
ফিঙের তাড়ায় দোয়েল ছানা
ঢুকেছে কখন ঘরে
গ্রিল আর কাঁচের মাঝে
আটকে পড়া আতঙ্কিত
ডানার ঝটপটানি -
আত্মরক্ষার প্রবল চেষ্টা তার
কোমল হাতে ধরে ফেলি তাকে
ছেড়ে দেবো তোমায়
শর্ত একটি আছেঃ
দৃষ্টির আড়ালে থেকে
প্রতিদিন গান শোনাবে
তোমার কিন্নর কণ্ঠে