অনেক শখ করে
শ্রম দিয়ে, মেধা দিয়ে
নান্দনিক মনন নিয়ে
একটি গৃহ সাজাই
জানালা দরজায়
রং মিলিয়ে পর্দা
ওভেন, ফ্রিজ,
এয়ারকণ্ডিশনার
সুসজ্জিত বসার ঘর
গ্যারাজে ছোট্ট এলিয়ন
যেমন করে আর দশটা লোক -
এমনকি করে আজকাল
অল্প আয়ের লোকেরাও
অল্প যোগ্যতার মানুষগুলো
কিভাবে করে?  কি করে?
সবটা আমার জানা নেই
চলি নির্দিষ্ট গণ্ডীর ভেতরে
জাহাজের খবর জানা হয়না
একটা ঝড় আসে অনির্দিষ্ট
ছড়িয়ে পড়ি দিকহীন
স্বপ্ন-ঘর মুখথুবড়ে পড়ে-

নতুন মানুষেরা আসে
তারাও আমার মতো
স্বপ্নিল হয়ে উঠে-