সময়ের হাসেরা উড়ে গেলো
এইমাত্র তট ছেড়ে
রেখে গেলো মৃদু উষ্ণতা
আমি গোধূলিতে চোখ রেখে
হয়েছি আরো নির্বাক-
হারিয়েছি নৈশব্দে
সন্ধ্যা নামছে পৃথিবীতে
সন্ধ্যা নামছে ঘুনধরা শরীরে
সন্ধ্যার সাথে মিতালী হবে
আরো কিছুক্ষণ