১.
যতোক্ষণ শ্বাস ততোক্ষণ আশ  
পাহাড় ধ্বসে হাত ভেঙ্গে গেলে
চলে গেলো রিজিয়া ১ এর
গৃহকর্মীর কাজটা -
স্বামীটা মাদকাসক্ত
নিত্য-নির্যাতন ভাগ্যের অনুসঙ্গ    নুরজাহান সংসার থেকে পালালো দূরের গার্মেন্টসে -
পঙ্গু স্বামীটা অনেকদিন ভুগিয়ে
সর্বশান্ত করে
চলে গেলে ওপারে
শোকের অশ্রু না শুকাতে
সাহেব- বিবিরা কাজে নামায়
রিজিয়া ২ কে-

এখানে কেঊ কাউকে ছাড় দেয়না
এখানে শোকের অবসর নেই,
এখানে কেবল আছে বেঁচে থাকা
কেবল স্পন্দন গুনে গুনে পথচলা

২.
আমাদের কিছু কিছু ভুল হয়ে যায়
আঘাত দিয়ে ফেলি
নিরীহ কিছু মানুষের অন্তরে
আমাদের অহংকার  
জাগতিক চাহিদাগুলো
অন্ধ করে ফেলে
উদারতা প্রশ্নবিদ্ধ হয়
আমরা তো সবাই এক নই
মেধায় মননে, সামর্থ্যে সুযোগে
আমরা কতোটা ভিন্ন
আমরা ভুলে যাই  
কজন সেসব টের পাই
এইসব অবাঞ্চিত আচরন বন্ধ করি
জানায় অজানায়