আকাশ জুড়ে মেঘ করেছে
ধূসর মায়াবী তার রঙ
কিছু সাদা ডানার পাখি🕊
আহ্লাদে উড়ছে স্নিগ্ধ ক্যানভাসে
বাতাসে দূরাগত শীতল অনুভব
রোমাঞ্চকর অনুভূতি চারপাশে
কি যেন বারবার স্মৃতির দরজায়
আঘাত করে ফিরে ফিরে যাচ্ছে
অধরা অস্পষ্ট
পিচঢালা রাস্তা জুড়ে
ঝরা পাতাদের মন কেমন করা নৃত্য
খুব করে চাই ধূম বৃষ্টি নামুক
সামনের শুকিয়ে আসা জলায়
জলবিন্দুগুলো নেমে এলোনা
কিসের তাড়াহুড়োয়🏞🏝🕌
সব ☁ বুঝি বৃষ্টি হয়না!