জনজট,যানজট
হৈচৈ, চোরাবালি
পার হয়ে আমার গন্তব্য
শেষ হয়ে যায়
ফিরে এলে তোমারই কাছে
আরও সব বিবিধ আয়োজন
জুড়ে থাকে
সেও ফিরে আসা
তোমারই কাছে
কিন্তু আমার বিশ্বাসের
দরজায় দাঁড়িয়ে কে তুমি?