সাপ্তাহিক ছুটির বিকেল ফুরিয়ে
ছোপ ছোপ অন্ধকার নামছে
আকাশের নীলাভ গায়ে
আমার আয়েসি সংসার
দৈনিকের পাতায় চোখ
সংগে উষ্ণ কফি-
কলিং বেল বেজে উঠে
চড়া শব্দে
বিরক্তই হোলাম
গৃহিনীর অভিব্যক্তিতে নিস্পৃহতা
অবিন্যস্ত ধুলোমাখা কিশোরী
খুব অল্পস্বল্প চেনা
রাত্রি যাপনের আবদার
প্রত্যাখ্যান .....
ভাত খাওয়ার আবেদন
গৃহীত ......
অনুনয়-বিনয় ব্যর্থ হলে
চলে যায় মেয়েটি।
এতো রাতে সে কোথায় যাবে?
রাত যে বাড়ছে
বাড়ছে অন্ধকার-
স্বপ্নঘোরে দেখি
আজানা আতংকে কাঁদছে
আত্মজা আমার.....