তোমার সাথে আমার পার্থক্য কোথায়
একবছর ঘরে ফিরতে পারোনি
পারিনি আমিও
তোমার পথ খরচ নেই
হাতভরে উপহার নেওয়ার
সামর্থ্য নেই প্রিয়জনের জন্যে
ছুটি নেই বাসাবাড়ির কাজে
আমারও মাথাভরা দুশ্চিন্তা
বাসাভাড়া,বিদ্যুৎবিল
ভবিষ্যতের সঞ্চয় অন্যান্য...
আমারও ঘরে ফেরা হয়না
এইসব অস্বীকার করে
একদিন আমিও বেরিয়ে পড়ি
অপেক্ষমান মুখগুলোর জন্যে
কঠিন রুটিনে বাঁধা জীবন থেকে
নিয়ে নেই সাহসী ছুটি....