এসো অহংকারের গলায়
একটা শক্ত দড়ি বেধে দেই
সে যেন আমার দাস হয়ে থাকে
প্রতিটি মূহুর্ত, সারা জীবন
যেন সে হয়ে না ঊঠে
লাগাম ছাড়া ঘোড়া
আহত না করে
চুরমার না করে
অন্যের মন
এসো সহিষ্ণুতার কোমল আলো
মাখি গায়ে
প্রীতিকর না হতে পারি দোষ নেই তাতে
যেন ভীতিকর না হয়ে উঠি বুঝের ভুলে
নির্বোধ অহংকারের মোহে
বেঁচে থাক ভালোবাসা হাজারো সাইক্লোন
সুনামির তাণ্ডব শেষে-
**ভুল ব্যস্ততার পেছনে কেটে যায় সুসময়
আশেপাশে তাকানোর যেন নেই কোনো সময়
তার সাথে যদি যোগ হয় প্রাণঘাতি অহংকার, তাহলে হয়তো জীবন তার অর্থ হারায়!