গতকাল বৃষ্টিস্নাত পৃথিবীর কোমল স্পর্শে ঘুমিয়েছি
মায়ের নিরাপদ কোলে শিশুর মতন
আজ বিপরীত আবহাওয়ায়
উন্মত্ত বসুন্ধরা
যেনো ক্ষুব্ধ জননী
পশু-পাখি আমারই মতো তৃষ্ণার্ত, ক্লান্ত
নক্ষত্রেরা উজ্জ্বল চোখে চেয়ে আছে
আমার অস্থিরতায় তামশা দেখছে
ভালো ও মন্দের ভীড়ে এভাবে নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে আছি
আজকাল তাই ভয় হয়
সুখকে বিশ্বাস করতে