একটি ফুলগাছের মালিক হতে গেলে নিজেকে মালি হতে হয়
মাটি-কাদা মাখতে হয়
জল দিতে হয়
আরো কতো কি পরিচর্যা...
একটি বিড়ালের অভিভাবক হতে গেলে
নিয়মিত খাদ্য দিতে হয়
রোগ ব্যাধি সামাল দিতে হয়
যা তুমি পারবেনা
তা কেনো শখ করো
জলের অভাবে গাছ শুকিয়ে যায়
বিড়াল পরিত্যক্ত হয়
অনাদরে অবেহেলায়
তাই সৌখিনতা করার আগে
একবার ভাবো