অসম্ভব ক্ষোভে মাঝে মাঝে
ফেটে পড়তে চায় মূহুর্তগুলো
তীব্র প্রতিশোধ স্পৃহা জেগে উঠে
অন্যায়ের বিরুদ্ধে
হাতের মুঠোয় অনুভব করি
বিস্ফোরকের অস্তিত্ব
মনে হয় জ্বালিয়ে পুড়িয়ে দেই
অন্যায় অবিচারের যতো ঘাঁটি
থর থর করে কেঁপে উঠে
জৈবিক উত্তরাধিকারের শরীর-
প্রজ্ঞা মেয়েটি জন্ম-সুস্থির
প্রত্যয়ী পায়ে হেঁটে আসে সে
অনতিদূরে এসে দাঁড়ায়
স্মিত হেসে বলে,
"রেগে যেও না
রেগে গেলে তো হেরে গেলে"
"আস্থা রাখো মহাকালের প্রতি
তার থেকে নেই কোনো বড় আদালত"