এবার ডাকলে যাবোনা
আগে কতোবার গিয়েছি
৬৬, ৬৯, ৯০ এ
আশায় বেঁধেছি বুক
স্বপ্ন বুনেছি দু'চোখে
জীবনকে নিয়েছি হাতের মুঠোয়
কবরের তলায় চিরনিদ্রিত হয়েছি
পঙ্গু হয়েছি, অন্ধ হয়েছি
হয়েছি পথের ভিখিরি
আমাদের যূথবদ্ধ স্বপ্ন
বারবার লুট করে নিয়ে যায়
একদল লুটেরা
এখন পরাজিত, নতজানু
শৃঙ্খলিত বীরের মতো
ভূমির দিকে তাকিয়ে পিঁপড়ে গুনি
অগণিত আমরা