প্রশ্নগুলো কেউ ভাবে না
কেউ করেনা
করলে বুঝি অনেক ক্ষতি
গান শোনা অপরাধ কি?
বিনোদনের চলচ্চিত্র ?
কাজের মেয়ে গান শুনলে
গৃহিণী যান ভীষণ রেগে ,
"বন্ধ করো এসব
দাও কাজে মন বাপু"
রেগে যান বাবু সাহেব
শুনলে গান শ্রমিক, মজুর, রিকশাওয়ালা
নিজের ছেলে মেয়ে তখন
মত্ত থাকে দিন রাত
স্বদেশী নয়- এশীয় নয়
পশ্চাত্য সংস্কৃতি -সঙ্গীতে
গলা চড়িয়ে বলেন তারা
"আধুনিকতা একেই বলে,
মূর্খ চাষা তোদের আবার
কি প্রয়োজন গান-বাদ্যে? "
প্রশ্ন করি, কাদের জন্যে
এসব বেশি দরকারী?
বাঁচার যুদ্ধে ক্লান্ত যারা
নাকি প্রাচুর্যে উপছে পড়া?