"প্রিয় রানু দিদিকে"
-----------------

কে তার খবর রাখে
কে তাদের খবর রাখে
না রাখে পরিবার
না রাখে সমাজ
না রাখে রাষ্ট্র
সরকার সে তো
কতো শত ব্রম্মযজ্ঞে ব্যস্ত
যুদ্ধ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র
রানুদের খবর কে রাখে!
রানুদি'রা যুগে যুগে
দারিদ্রকে বুড়ো আঙুল দেখিয়ে
সুযোগহীনতার সুউচ্চ দেওয়াল ডিঙিয়ে
সুন্দরের সংজ্ঞাকে নিকুচি করে
নিষ্ঠুর সভ্যতার গায়ে থুথু ছিটিয়ে বলে,
"এই দ্যাখ কিভাবে বেঁচে আছি"
"শিখেনে কিভাবে উচ্ছিষ্ট খেয়েও বেঁচে থাকতে জানি আমরা"        
----------------------------------
**নমষ্কার জানাই সেই মহানুভবকে যিনি তাঁকে ভাইরাল করে আমাদের বিবেকের মুখে একটা জোর ঘুষি মেরেছেন....