প্রিয় বাবা,
আমাকে ছেড়ে কেমন আছো?
কোথায় আছো তুমি
কার সাথে কতদূরে আছো!
আমি তোমাকে দেখিনি কখনো
জানিনা বাবার আদর কেমন!
বন্ধুদের বাবারা যখন তাদের আদর করে
জড়িয়ে নেয় বুকের কাছে
কিনে দেয় মুঠোভর্তি চকলেট
হাত ধরে পরম যত্নে নিয়ে যায় স্কুলে
বড়-আরো বড় হয়ে ওঠার স্বপ্ন দেখায়
মা তখন একগাদা মিথ্যে সান্ত্বনা দেয় আমাকে
জেনে যাই তুমি আমার হিরো নও
তুমি এক জঘন্য খলনায়ক!
যদি কোনোদিন তোমার সাথে দেখা হয়
একটি প্রশ্ন করবো,সত্যি উত্তর চাইবো
কোন অপরাধে ছেড়ে গেছো আমাকে?
এই ক্ষুধার পৃথিবীতে
এই মায়াশূন্য নিরন্তর অবহেলায়
জীবননাটকের এই স্বপ্নহীন জগতে!
তবে সত্য একটি কথা শুনে রাখো তুমি
আমি কখনো বাবা হলে -
দুহাতের নিরাপত্তা বলয়ে
অন্তরের উত্তাপে ঘিরে রাখবো 'তাকে'