মানুষটি প্রার্থনারত
দূর ভূবনের ভাবনায়
আকুল-ব্যকুল
দুর্বোধ্য মনে হয়
সংযোগের ইশারা-ইংগিত -

হঠাত কান্নার কাঁপুনি
তাকে আবেশিত করে
সে ফিরে আসে দৈনন্দিনের
চাওয়া পাওয়ার ফিরিস্তিতে-

ফোঁপানো শব্দরা ঘনীভূত হয়
ততোক্ষণে প্রার্থনার ভাষারা
মাটির স্পর্শ খুঁজে পায়
হয়ে উঠে একান্ত পার্থিব -