এখনো অরণ্যের নির্জনতা খোঁঁজে মন
এখনো করে শিকড়ের সন্ধান
ইচ্ছে মত কেড়ে নাও
স্বাধীনতা
মননের মুক্ত চিন্তা
পুড়িয়ে দাও ভাবনার নীলাকাশ
তবুও সে খুঁজে নেবে আলো
ভস্মের মধ্য থেকে
তুলে ধরবে মুষ্ঠিবদ্ধ হাত
স্বপ্নীল চোখ-
শাশ্বত কাল জুড়ে
জীবন গাইবে জয়গান-