হাসলে-
মুল্য দিতে হবে
ফিরিয়ে নিয়ে হাসি ।
কাঁদলে -
সে নাকি এক ভীষণ দুর্বলতা ।
রাগলে-
অনিবার্য সংঘর্ষ ।
নির্ভরতা-
সে অসহায়ত্বের আর এক নাম ।
আমার কোনো জায়গা নেই
প্রাণ খুলে হাসার
আকুল হয়ে কাঁদার
রেগে যাওয়ার
নিশ্চিন্ত হয়ে নির্ভার হওয়ার-