তোমাকে আবিষকারের চেষ্টা করে দ্যাখো
সম্পূর্ণ পারবে কি ?
যদি নিজেকে কিছুটা চিনতে পারো
আশা রাখি আমাকেও চিনবে কিছুটা
আমাদের দুজনের কেউই
অলৌকীক কোনো অস্তিত্বের উত্তরাধিকারী নই
আমরা তো মানুষ-
হাড়ে- মজ্জায়, রক্তে মাংশে
ভীষণরকম মানুষ -