নীরবতা কি দুর্বলতা ?
ওদের সযত্নে ঢেকে রাখি
অব্যক্ত অনুচ্চারিত থাক
শব্দ ও বাক্যগুলো
ওগুলো হতে পারতো
পারমানবিক বোমার মতো
বিস্ফোরক-বিধ্বংসী -
যেমন না বুঝেই মানুষেরা
উগরে দেয় যত জমানো ক্ষোভ
ধীরে ধীরে চেনা পৃথিবীটা হয়ে যায়
একটা মৃত গ্রহ
একটা শীতল হিমাগার-