যেমন করে আর দশজন ঘরকন্যা করে
আলো ফোটার আগে উঠে যাই
গুছিয়ে ফেলি সংক্ষিপ্ত সংসার
স্বচ্ছলতার জৌলুস দেখেছি
স্বাদ জানিনা
জীবিকা মানে
অন্যদের ঘর সাজিয়ে
বাঁচিয়ে রাখা নিজেকে-
তুমি সাচ্ছন্দ্য দেবে
সে আশার গুড়ে বালি-
সুখ সে তো অধরা
শুধু বলি, ভাত দিও না,
কাপড় দিও না,
এমনকি সুরক্ষা ও আশ্রয় !
কিছুই না দাও মেনে নেবো-
শুধু দিও না যন্ত্রণা