১.
শোকের এক মহাসমুদ্র
পাড়ি দিয়ে চলা এ জীবন
দূরে কি দেখা যায় কোনো বাতিঘর?

২.
চলতে চলতে সে সব কিছু
ছুড়ে ফেলে দেয়
এমনকি অতীত
এমন কি লোটা-কম্বল-
সে ভুলে যায়
আবার শীত আসবে!