আমাকে এভাবে পিছু ডেকো না
এ জীবন ব্র্যান্ডের ঘেরাটোপে আবদ্ধ
বাক্সবন্দী দুর্যোগ না হোক-
এই সরলীকৃত জীবন যাপনে
খুঁজে ফিরি সুখ
সুখ খুঁজে ফিরি সহজের মাঝে
সহজের মাঝে খুঁজে পাই
স্বস্তির বিস্ময়-
আমরা একই বৃন্তের দুটি ভিন্ন পুষ্প
তোমাকে ঈর্ষা করি তাই বা কি করে হয়
তোমার ব্রান্ডবন্দী ভড়ং দেখে স্মিত হাসি
সংঘর্ষ এড়িয়ে প্রসঙ্গান্তরে যাই
এইভাবে ফিরে আসি নিজস্ব ভূবনে
এক অন্য রকম আহ্লাদে
হারিয়ে খুঁজি নিজেকে
সহজিয়া সুখের সন্ধানে-