১।
ঘরে ফেরার তাগিদ তুমি
যাপিত জীবনের অনুপ্রেরণা
বেঁচে থাকার সংগ্রামে
ছন্দায়ীত কাব্য-
বিলম্বিত বসন্তের প্রশান্তি
বন্ধুর পথে পরিক্ষীত কমরেড
তুমি সুহৃদ
তুমি সুজন
২।
ঠিক তার সাথে দেখা হয়েছে
কি হয়নি
বলা কঠিন
তবে সুন্দরের অপেক্ষায়
কেটে যাচ্ছে
প্রতিটি মূহুর্ত
প্রতিটি দিন
আমার আজন্মকাল -