১.
একে একে দেবতুল্যদের পতন দেখে
তখন আমার কিশোরী দুচোখ ক্লান্ত
অতপর এক আত্মপ্রত্যয়ী দেবী এলেন
আমাকে বললেন,
জাগো.....
উঠো.....
আমি তখন হতাশার গভীরে নিমজ্জিত
আমার সময় বিবশ কালঘুমে আচ্ছন্ন
আমার আত্মবিশ্বাস সমাহিত-
তিনি আরো বললেন,
এখানেই গল্পের শেষ নয় মেয়ে
তোমাকে জাগতে হবে
আগামী অপেক্ষায় আছে তোমার
লুকিয়ে রেখেছে অসীম সম্ভাবনা
বর্ণিল স্বপ্নময় সুসময়-
তুমি আগামীর সেনানী
জাগো বিদ্রোহীর মতো
নির্ঝরের স্বপ্ন ভঙ্গ করে জাগো-

২.
আমার ঘর থেকে চুরি যাচ্ছিলো
সাবান,শ্যাম্পু,পারফিউম,গহনা-
আজকাল খুজে পাচ্ছিনা
নোটবুক,খাতা কলম,পুরনো ম্যাগাজিন -