১.
সময় আমাকে সময় দেয় না
এ কেমন স-ম -য়?
আমি তাই মুঠো দিয়েছি খুলে
তবুও আমি কৃপণ
ভীষণ কৃপণ
মুঠোয় লুকিয়ে রাখি পুষ্পের বদলে সাপ
আঙুলে তখন শোভা পায় সুদৃশ্য অংগুরীয়-

২.
এইখানে মরে যাচ্ছে
একটি মায়াবী মেঘলা বিকেল
স্নিগ্ধ সবুজিমার ডানা গুটিয়ে
একে আমি বাঁধবো না
কোনো শব্দে বা উপমায়
আজ আমি শব্দভূক হবো
বিস্মৃত হবো প্রিয় উপমা