এখানে কিছু প্রশ্ন করা হবে
কিন্তু কোনো উত্তর দেবো না
আর প্রশ্ন -উত্তর খেলা হবে
এই খেলা খেলতে খেলতে
এক একটি দিন ফুরিয়ে যাবে
একঘেয়ে অলস -
তবু খেলা ফুরোবে না
তোমরা সাহস করে ছুটি চেয়ো না
তোমরা তো নব্য ক্রীতদাস
তোমাদের সময়- সুখ -শোক কিনেছি
খুব অল্প দামে -