নীল,এই যে ফিরে এলাম আবার
একটুও খুশী হওনি?
অনেক পাহাড় পর্বত পাড়ি দিয়ে,
মৃত জোত্স্না-অমাবশ্যা- অন্ধকারকে তুচ্ছ করে
সংশয়- চোখ রাঙ্গানি উপেক্ষা করে
বাধার উপত্যকা ডিঙ্গিয়ে
আশ্চর্য ; একটুও খুশী হওনি তুমি?
তাহলে থাকো নিজস্ব সুখ নিয়ে
তৃপ্ত অথবা চিরঅতৃপ্ত-
ফিরে যাবো আপন হৃদয়ের কাছে
বুনে নেবো অন্য কোন সত্য
অন্য কোন বিকল্প আশা
এই সত্যি হোক
চলে যাবো
অবহেলার সীমানার বাইরে
এই আমি হবো দুর্দান্ত নির্লিপ্ত -