যাদের জন্যে মরিয়া হয়েছি
উত্সর্গ করেছি প্রিয় প্রাণ
তারা কেবল দূরে ঠেলেছে আমায়
মানবিক নিষ্ঠুরতায় -
একান্ত মংগল প্রত্যাশীদের
দেইনি কোনো নাম
তাদের আত্মার সুখ-অসুখ
জাগতিক আশয়-বিষয়
জৈবিক গঠনের উত্তরাধিকার
ত্রুটি-বিচ্যুতিতে
নির্মোহ থাকি -
শুধু জেনেছি
অনুভব করেছি
কেবল এইটুকু জেনে ধন্য হয়ে যাই
তারা আমার শুভানুধ্যায়ী -