দিয়েছি গোধূলী বিকেলের সবটুকু রূপসুধা
জুলাইয়ের নীলাভ সন্ধ্যার শিরশিরে আবেগ
রাতজাগা নিবেদিত অপেক্ষা;
তুমি শেষ সামন্ত সম্রাট
ভগ্নস্তুপ রাজ্যপাট, ভগ্ন মন;
বিনিময়ে কি দেবে আমায় ?
এই নাও সান্তনা
সুশীতল জল
তারপর ফিরে যাও
গন্তব্যে তোমার-