সে গভীর আহলাদে
হাতে তুলে দিয়েছিলো
একটি রঙ্গীন ফুলের তোড়া
তার বাগানের সেরা বাছাই করা
গোলাপ, জারবেরা,
গ্লাডিওলাস,চন্দ্রমল্লিকা-
বিলিয়েছি সব ফুল
একটি একটি করে
অপাত্রে-
এখন হাতে আমার বলে কিচ্ছু নেই
এ কোন অদ্ভূত অসুখ আমার!