১.
খ্যাতির তাগিদ তাড়িয়ে বেড়ায়না
সচেতন সময়ে
শুধু বহুযত্নে লালিত আবেগ বেচে থাক
প্রতিকূলতার মরুঝড়ে---
আমিও কিছু সুবোধ কুসুম তুলে নেবো
বৈচিত্রের সাম্রাজ্য থেকে
বিশুদ্ধ আবেগময়তা রাজ্য বিস্তার করুক
অগুনতি পাঠকের সুকোমল চিত্তে
আরো মানবিক হয়ে উঠাই
আজকের যুদ্ধ হোক
হোক আগামীর সাধনা-

২.
কোনো কোনো দমকা বাতাস
এসে উড়িয়ে দেয় জমে থাকা দুখ
দক্ষ ডুবুরীর মতো তুলে আনে
বেদনার মহাসাগর থেকে
নির্লজ্জ হয়ে স্বীকার করি
আমি মূলত সুখের পুজারী...