১।
সপ্তাহ শেষের নির্ঘুম ক্লান্ত চোখ
ঢুলে পড়ে কাজের স্তুপে ভরা টেবিলে
সংজ্ঞাহীন ক্লান্তি-
চারদিকে পাহারায় থাকে
ধূর্ত জোড়া জোড়া চোখ,
খোয়া যাওয়া নক্ষত্র অভিলাষী মন
একটু আরাম চায়
চায় একটু বিরতির স্বাধীনতা;
জাগতিক বন্ধনের জালে
আটকা পড়া বর্তমান
কটমটে চোখে তাকায় ;
আবেগশুন্য নিষ্ঠুরতম
ধাতব উচ্চারণে বলে, 'না';
এইসব পুলিশী নিষেধাজ্ঞা অমান্য করে
কখন ঘুমিয়ে পড়ে জলজ শরীরি অস্তিত্ব
সে ঠিকই প্রতিবাদের কৌশল জানে
সে চেনে মুক্তির স্বাদ -

২।
ছোটগল্পের আদলে
অথবা উপন্যাসের উপসংহারের মতো
শেষ হয়না সে জীবন
আরো আরো অলিখিত
অজানা বাঁক ঘুরে ঘুরে
অনির্দিষ্টে  ঠিকানা হারায়
মহাসাগরের বিশালতায়-

৩।
ওরা সবাই স্ব স্ব রাজ্যে
দাপুটে সম্রাট ছিলো কোনো একদিন
তারপর যুদ্ধ যুদ্ধ খেলা ভেঙ্গে দিলো রাজ্যপাট
এখন এখানে সেখানে ছড়িয়ে আছে
কিছু ছিন্ন শীরস্ত্রাণ, মখমলের পোশাক
স্মৃতির মাঝে বেঁচে আছে
পুন্ড্রবর্ধন নগরী
যন্ত্রনার দাগ নিয়ে ...