হাতের মুঠোয় জীবনের শেষ সঞ্চয়
এক বিন্দু সুগন্ধী ছিলো
বিরল মুল্যবান;
খুব যত্নে রেখেছি সেটুকু
যখন, তুমি চাইলে
আদ্যোপান্ত ভেবেই
তুলে দিলাম তোমার হাতে
যত্নে রেখো কিন্তু!
আনন্দময় দিতে পারা এইভাবে
অনেক তৃপ্তির প্রশান্তিময়
সঞ্চয়ের অধিক মুল্যমান
বাক্সবন্দি হিরকখণ্ড জমিয়ে কি লাভ
হাতের মুঠোয় জমিয়ে জল
............ কি পেয়েছে কে কবে?