প্রতিদিন একটি একটি করে
সুখ হত্যা করি
হৃদয়ে অবিরল রক্তক্ষরণ-
নালিশ -সালিশ -বিচার
সব মিথ্যে অর্থহীন!


আমাকে খুঁজে দেখো
আর কিছু খুঁজতে হবে না
এই খানে সব মিলবে তোমার
রোয়ানু,কোমেন, ভূমিধ্বস
পাহাড়ি ঢল, জলোচ্ছাস, -
সকালের ঘুম ভাংগা সমুদ্র
আরো আরো আর যা কিছু চাও
জানি তুমি খুঁজবে না
অজানার হাতছানি  
নিয়ত অতৃপ্ত করে
মিথ্যে কৌতুহলে -
কথা দিলাম
স্বপ্নদের হত্যা করবো একে একে
তারপর স্বপ্নখুনি হবো
আমিও নির্মোহ হবো
গভীর তপস্যায় ...