কারণেঅকারণে খুব বেশি ব্যস্ত হয়ে আছি
সময় নিয়ে খেলছি এক্কাদোক্কা
চাল-ডালের হিসাবের ভিড়ে
কবিতা হারালে
একটু বিস্মিত হই-
বেচারি কবিতা কবে যে রাবিশ ঠেলে
দুর্দান্ত প্রাণময় আগাছার মতো
কৃষকের নিবিড় যত্নকে তুড়ি মেরে
দিব্যি সবুজ মাথা তুলে মুচকি হাসবে
অপেক্ষায় থাকি ---