প্রতি সন্ধ্যা শেষে রাত নামে
এক একটি আরব্য রজনীর ফানুস উড়িয়ে-
তবু গল্পের দিন ফুরোয়না
রোজ রোজ পণ ভাঙার খেলা-
আজ থেকে আর কোন নতুন আখ্যান নয়---
অজানা উৎসাহে, দিন শেষে
গল্প বালিকারা সুসজ্জিত হয়
মোহজাল বিস্তার করে
দুরভিসন্ধি অপ্সরীর মতো
ঠেলে দেয় ঠিকানাহীন অন্ধকারে-