এইখানে এতোটা কষ্টের ঘরবসতি কেন?
চিরকাল পরিপাটি নিষঙ্গতা পিয়াসি
তৃষ্ণার্ত হৃদয়-
নির্জনতার সবটুকু রঙ মেখে
একটি ছোট্ট কলোসবিনি নদীর পারে
নিভৃত কেটে যাওয়া হিরক সময়-
এর সুখ যে জানে সে জানে।
সবকিছু এলোমেলো
তছনছ ইংগিত বিহীন -
তবু চোখের জল সময়ের হাত ধরে
হয়না পোষমানা পাখি!