কতো যে কথা বলো তুমি দিন রাত
সকাল বিকাল, বৈষয়িক -অবৈষয়িক,
সাগর অতল, নক্ষত্র-আকাশ কিছুই বাদ পড়েনা
সেই জীবন্ত অফুরন্ত তালিকা থেকে-
যত দিন কথার রাজ্যপাট সরগরম করে রাখো
ততদিন আমি এক নিরীহ শব্দভূক প্রজা
কি ব্যাপার থামলে যে!
অন্যথায় দুর্ভিক্ষ -মনন্তর হবে দেশে-