১.
:কেমন আছো?
:এই তো বেশ আছি
:সজনরা আছে কেমন?
:ভালোই আছে দেশ-বিদেশে স্বনামধন্য
:বেশ তো ভালো, ভালোই আছো,
শুনতে ভালো,বুকের মাঝে পুষছি যেন গভীর ক্ষত
সবাই কেমন ভালো আছে, আমি শুধু মন্দ আছি!
২.
:কেমন আছো
:এই তো এলেবেলে দিন কেটে যায়
:তোমার সজনরা সব আছেন কেমন?
:ভালো তো নেই অসুখবিসুখ স্বাস্থ্যহানি...
:তাতেও কেন মনটা ভেঙে কেমন করে
আসলে কি শুনতে যে চাই মাথামুণ্ডু সেকি জানি?
নিজের কাছে নিজেই আমি আজব মানি!
পাওয়ার খাতায় জমে আছে
হাজার মানিক
হাজার রতন-
সেসব কিছুর খোজ মেলেনি
খোজ রাখিনি-