একদিন এইসব
অথবা এর থেকে আরো বেশী কষ্টের
মালিক ছিলে তুমি-
আজ এসবের মালিক এখন আমি
আর আমি রোদে পুড়ে
বৃষ্টিতে ভিজে
শীত কাতর হয়ে
নতুন করে চিনছি তোমাকে
তুমি কি এমন বিরক্ত ছিলে
তুমি কি আমার মতো
এমন ক্লান্তিতে ভেঙে পড়তে পড়তে
আবারও উঠে দাঁড়াতে  অবসন্ন অস্তিত্ব  নিয়ে?
তোমার জন্যে কৃতজ্ঞতার শব্দমালা উচ্চারণ করতে চাইনা
আজ জানি কোনো সশব্দ উচ্চারণ
কোন প্রতিদান হোতে পারে না-
শুধু জীবনের কাছে জীবনের
জমা থাকে ঋণ-






♣♣♣♣যিনি বা যারা  আমার জন্যে এ জীবনে কোন ধরণের আত্মত্যাগ করেছেন তাদেরকে উদ্দেশ্য করে এই নিবেদন......