মানুষটির মৃত্যুর সাথে সাথে
পৃথিবীর বাতাস কি একটু কেপে উঠলো
অথবা ছন্দপতন হোলো কোথাও কোনো-
তার স্ত্রীকে উদবিগ্ন চোখে খুজতে আসা
বাচ্চাটির না থামা কান্না-
তার সব গোপণীয়তা-
অরজন-
বিলাসিতা -
উচ্চাকাঙ্ক্ষা -
স্খলন -
প্রাচুর্য -
সব আয়োজন তুচ্ছ হয়ে যায় -
সবকিছু অর্থহীন হয়ে যায়
তবু সে সাধ্যাতীত  ছুটেছিলো
যতক্ষণ  ছোটা  যায় -